Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ জুলাই ২০১৮

২০১৮-২০১৯ অর্থ বছরের বাজেট ঘোষণা


প্রকাশন তারিখ : 2018-07-19

 

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০১৮-২০১৯ অর্থ বছরের বাজেট ঘোষণা

 

 

১৮/০৭/২০১৮ খ্রিঃ তারিখ রোজ বুধবার বেলা ১০.০০ ঘটিকায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ২০১৮-২০১৯ অর্থ বছরের রাজস্ব ও উন্নয়নসহ মোট ৭১৫ কোটি ৫১ লক্ষ ২১ হাজার ৩৭৭ টাকার বাজেট ঘোষণা করেছেন। প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে মোট ৬৩৬ কোটি ৪৮ লক্ষ ১ হাজার ২৩ টাকা আয় এবং মোট ৬২৭ কোটি ৪৯ লক্ষ ৪৪ হাজার ৬৩৪ টাকা ব্যয় ধরা হয়েছে। বছর শেষে ঘোষিত বাজেটে ৮ কোটি ৯৮ লক্ষ ৫৬ হাজার ৩৮৯ টাকা উদ্বৃত্ত থাকবে। অবকাঠামোগত উন্নয়ন যথা- রাস্তা, ড্রেন, ব্রীজ, কালভার্ট নির্মাণ ও পুনঃনির্মাণ, বৃক্ষরোপন, দারিদ্র বিমোচন, দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরী ত্রান, তথ্য-প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, যানজট নিরসন, জলাবদ্ধতা দূরীকরণ, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন, খেলাধূলার মানোন্নয়ন, স্ট্রীট লাইট স্থাপন ইত্যাদি বিষয়ে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংকের সহায়তায় নগরবাসীর স্বাস্থ্যসেবা বৃদ্ধির জন্য একটি মাতৃসদন কেন্দ্র এবং তিনটি স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করা হয়েছে। ADB, CGP, MGSP, ADP প্রকল্প সহায়তার মাধ্যমে অবকাঠামো নির্মাণ ও পুনঃনির্মাণ, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ এবং সিটি কর্পোরেশনের আওতাধীন খালসমূহ খননের মাধ্যমে জলাধার সংরক্ষণের জন্য বাজেটে বরাদ্দ রাখা হয়েছে। সিটি কর্পোরেশনের আয়বর্ধক প্রকল্প হিসেবে নিজস্ব ভূমিতে বাণিজ্যিক কাম আবাসিক ভবন নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নের উদ্যোগ নেয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণসহ অন্যান্য উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের জন্য বাজেটে সুযোগ রাখা হয়েছে। খেলাধূলার মানোন্নয়নে প্রতিটি ওয়ার্ডে খেলাধূলার সামগ্রী বিতরণসহ মাঠ উন্নয়নের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নগর ভবন নির্মাণ কাজ চলমান আছে। জিমখানা লেক উন্নয়ন ও ওয়াকওয়ে নির্মাণের কাজ চলমান আছে। শীতলক্ষ্যা নদী হতে ধলেশ্বরী নদী পর্যন্ত বাবুরাইল খাল পুনঃখনন ও ওয়াকওয়ে নির্মাণ প্রকল্পের কাজ চলমান আছে। জাতীয় দিবসসমূহ উদযাপনের জন্য বাজেটে পর্যাপ্ত বরাদ্দ রাখা হয়েছে। বাজেট অনুষ্ঠানে দল মত নির্বিশেষে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সকল কাউন্সিলর ও সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে তাঁদের মতামত ব্যক্ত করেন। মেয়র মহোদয় সম্মানিত নাগরিকদের সহযোগিতা কামনা করেন এবং সময়মত হোল্ডিং কর পরিশোধ করে নগরীর উন্নয়ন কার্যক্রমে ভূমিকা রাখার জন্য অনুরোধ করেন।