Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ জুলাই ২০১৯

Task Team Leader Mr. Kwabena Amankwah- Ayeb এর নেতৃত্বে বিশ্বব্যাংক Implementation Support Mission Team নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে বাস্তবায়িত/বাস্তবায়নাধীন সাব-প্রজেক্ট শীতলক্ষ্যা হতে ধলেশ্বরী সংযোগ খাল পুনঃখনন, সৌন্দর্যবর্ধন, আলোকিতকরণ ও ড্রেনসহ ওয়াকওয়ে নির্মাণ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও সরেজমিনে পরিদর্শন করেন।


প্রকাশন তারিখ : 2019-07-14

 

 

Task Team Leader Mr. Kwabena Amankwah- Ayeb এর নেতৃত্বে বিশ্বব্যাংক Implementation Support Mission Team এর সদস্যবৃন্দ ১৩ জুলাই ২০১৯খ্রিঃ তারিখ রোজ শনিবার মিউনিসিপ্যাল গভারন্যান্স এ্যান্ড সার্ভিসেস প্রকল্পের (এমজিএসপি) আওতায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে বাস্তবায়িত/বাস্তবায়নাধীন সাব-প্রজেক্ট শীতলক্ষ্যা হতে ধলেশ্বরী সংযোগ খাল পুনঃখনন, সৌন্দর্যবর্ধন, আলোকিতকরণ ও ড্রেনসহ ওয়াকওয়ে নির্মাণ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও সরেজমিনে পরিদর্শন করেন। উক্ত মিশন পরিদর্শনকালে সাব-প্রজেক্টের সম্পাদিত কাজের গুণগত মান, অগ্রগতি, সোস্যাল এবং এনভারমেন্টাল বিষয়াবলী দেখেন ও গত মিশনের পরিদর্শনের সময় প্রদত্ত কমিটমেন্ট ফলোআপ করেন এবং সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ, কাউন্সিলরবৃন্দ ও সংশ্লিষ্ট ঠিকাদারের সাথে সাব-প্রজেক্টের কাজ নির্ধারিত সময়ের মধ্যে সমাপ্তিকরণের লক্ষ্যে ম্যানেজম্যান্ট মিটিং করেন।

 

পরিদর্শনকালে Task Team ছাড়াও আরও উপস্থিত ছিলেন-

শেখ মোজাক্ক জাহের, প্রকল্প পরিচালক, এমজিএসপি

জনাব মঞ্জুর আলী, উপ-প্রকল্প পরিচালক, এমজিএসপি

জনাব ইঞ্জিনিয়ার শিহাব, বিশ্বব্যাংক

জনাব মোঃ আশরাফুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন

জনাব মোঃ আজগর হোসেন, নির্বাহি প্রকৌশলী, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন

জনাব এ এস এম মশিউর রহমান, সহকারী প্রকৌশলী, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন

জনাব মোঃ শফিউল আলম চৌধুরী, উপ-সহকারী প্রকৌশলী, এমজিএসপি, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন

জনাব মোঃ রেজাউল করিম, কনসালটেন্ট ইঞ্জিনিয়ার, এমজিএসপি, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন

জনাব আফসানা আফরোজ, প্যানেল মেয়র-১ ও সংরক্ষিত কাউন্সিলর, ওয়ার্ড নং- ১৬, ১৭, ১৮, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন

জনাব অসিত বরণ বিশ্বাস, কাউন্সিলর, ওয়ার্ড নং- ১৫, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।