Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ অক্টোবর ২০১৯

জামদানি নিয়ে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয় ‘ঐতিহ্যের বিনির্মাণ’ শীর্ষক উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। (০৭ সেপ্টেম্বর ২০১৯)


প্রকাশন তারিখ : 2019-09-08

 

 

বাংলার ঐতিহ্য জামদানি নিয়ে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয় ঐতিহ্যের বিনির্মাণ শীর্ষক পাঁচ সপ্তাহব্যাপী জামদানি উৎসবের আয়োজন করা হয়। বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদ ও বেঙ্গল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ উৎসবের আয়োজন করেছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই উৎসবের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী এবং ওয়ার্ল্ড ক্রাফটস কাউন্সিল এশিয়া প্যাসিফিক রিজিয়নের প্রেসিডেন্ট গাদা হিজাউয়ি-কাদুমি। ডা. সেলিনা হায়াৎ আইভি তার বক্তব্যে বলেন, এই শিল্পের শহরের বাসিন্দা হতে পেরে আমি আজ গর্ববোধ করছি। এই জামদানি শিল্পকে সারা বিশ্বের কাছে পৌঁছে দিতে হবে। আমি অনুরোধ করি বাংলাদেশ সরকারের কাছে, যাতে জামদানি শিল্প ও এর কারিগরদের পৃষ্ঠপোষকতায় কোনও কমতি না থাকে। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেয়া হয়। এরপর পাঁচজন শ্রেষ্ঠ জামদানি বয়নশিল্পী ও তাদের সহকারীদেরও শ্রেষ্ঠ কারুশিল্পী পুরস্কার প্রদান করা হয়।