Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ অক্টোবর ২০১৯

এমজিএসপি (মিউনিসিপ্যাল গভর্ন্যান্স এন্ড সার্ভিসেস প্রজেক্ট)

 

 

বিশ্বব্যাংকের  অর্থায়নে মিউনিসিপ্যাল গভর্ন্যান্স এন্ড সার্ভিসেস প্রজেক্ট  (এমজিএসপি)  এর আওতায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অধীনে ২০১৪-২০১৫ ইং হইতে ২০১৬-২০১৭ ইং পর্যন্ত সর্বমোট ৭.৮৯ কিঃ মিঃ নতুন রাস্তা ১১,১৫,৯০,১৫৩/- টাকা ব্যায়ে নির্মাণ এবং ১৪,১৬,১৭,৬৫২/- টাকা ব্যায়ে ৬.৮৫ কিঃ মিঃ ড্রেন নির্মাণ হয়েছে ।এছাড়া ১৭,১৯,৮৪,৮০৯/- টাকা ব্যায়ে ৩৫.৬৪ কিঃ মিঃ রাস্তা মেরামত এবং ৫,৩২,৪৭,০৫৯/- টাকা ব্যায়ে ৮.৬৫ কিঃ মিঃ ড্রেন মেরামত করা হয়েছে ।

 

এছাড়া ৭.১৬ কিঃ মিঃ ফুটপাত , ১.৭ কিঃ মিঃ বৈদ্যুতিক কাজ , ভবন মেরামত , সৌন্দর্য্য বর্ধন ও ড্রেন পরিষ্কার করতে আরও ব্যায় হয় ৭,৯০,৯২,৬২৩/- টাকা ।

 

বৰ্তমানে ২৩ কোটি ৪৪ লক্ষ টাকার কাজ চলমান রয়েছে।