Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ ফেব্রুয়ারি ২০২৪

এনআইএলজি কর্তৃক সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের জন্য 'সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা' এবং 'সিটি কর্পোরেশন সম্পর্কিত প্রশিক্ষণ' কোর্সের আয়োজন।


প্রকাশন তারিখ : 2024-01-31

 

৩১ জানুয়ারী, ২০২৪, রোজ বুধবার, স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে এন.আই.এল.জি কর্তৃক সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের জন্য 'সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা' এবং 'সিটি কর্পোরেশন সম্পর্কিত প্রশিক্ষণ' কোর্সের আয়োজন করা হয়। প্রশিক্ষণের অংশ হিসেবে কোর্সের অধীনে ১১টি সিটি কর্পোরেশনের ৮০ জন প্রশিক্ষণার্থী এবং ০৫ জন কোর্স ম্যানেজমেন্টসহ মোট ৮৫ জন অংশগ্রহণ করেন। উক্ত প্রশিক্ষণে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও উদ্ভাবনী ধারণা এবং নগরীতে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও আশু সমাধান নিয়ে আলোকপাত করা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন। অতঃপর নারায়ণগঞ্জ নগরীর পরিবেশ, প্রতিবেশ, বর্জ্য ব্যবস্থাপনা ও সামগ্রিক উন্নয়নের বিষয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। উক্ত প্রেজেন্টেশনে সিটি প্রজেক্ট অফিসার দীপক ভৌমিক নগরীর পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ আবুল হোসেন, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, মোঃ হেমায়েত হোসেন, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা, বাজেট সম্পদ ও সম্পত্তি ব্যবস্থাপনা বিষয়ে এবং নগর পরিকল্পনাবিদ মোঃ মঈনুল ইসলাম নারায়ণগঞ্জ নগরীর সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। উপস্থিত প্রশিক্ষনার্থীরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়ন প্রকল্প (আলী আহমদ চুনকা পাঠাগার ও মিলনায়তন, শেখ রাসেল নগর পার্ক, বাবুরাইল খাল, পাইকপাড়া মিউচুয়াল ক্লাব) পরিদর্শন শেষে নগর ভবনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সার্বিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।