Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ সেপ্টেম্বর ২০২৩

গুরুত্বপূর্ণ সফরে জাপানের তিন এমপি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে


প্রকাশন তারিখ : 2023-09-05

 

অদ্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সফর করেন জাপানের পার্লামেন্টের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে নেতৃত্বে ছিলেন হাউস অব কাউন্সিলরসের জেনারেল অ্যাফেয়ার্স কমিটির ডিরেক্টর নাকানিশি ইউসুকি এমপি। অন্য দুই এমপি সদস্যরা হলেন হাউস অব কাউন্সিলরসের এডুকেশন কমিটির ডিরেক্টর ইমাই ইরিকো এমপি ও ডিজাস্টার বিষয়ক বিশেষ কমিটির চেয়ারম্যান মিউরা নবুহিরো। তাদের সঙ্গে ছিলেন জেনারেল অ্যাফেয়ার্স কমিটির চিফ রিসার্চার মিনাগায়া কেনিচি ও হাউস অব কাউন্সিললের কমিটি বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নিশিও মাসুমি। বেলা ১১.০০ ঘটিকায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ শেষে সফরসূচি মোতাবেক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর ভবনে পৌছাঁলে মাননীয় মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী তাঁদের স্বাগত জানান। পরবর্তীতে মাননীয় মেয়র মহোদয়ের সাথে বৈঠকে ১৯৭১ সালে মুক্তিযোদ্ধকালীন সময়ে বাংলাদেশকে সহযোগীতা ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর সাথে জাপান সরকারের দীর্ঘদিনের বন্ধুত্ব, বিভিন্ন অনুদান, আর্থ-সামাজিক উন্নয়ন, পরিবেশের উন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়ন এবং সৌন্দয্যবর্ধন ও সিটি টু সিটি ফ্রেন্ডশিপ প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পের বিস্তারিত আলোচনা করেন এবং প্রামণ্যচিত্র তথ্য উপস্থাপন করা হয়। এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ভবিষ্যৎ কর্ম-পরিকল্পনা যেমন- স্মার্ট মডেল সিটি, সিটি গভারনেন্স, বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্য থেকে বিদ্যুৎ, ট্রাফিক মেনজমেন্ট, নগর মহাপরিকল্পনা, এনভাইরলমেন্ট মেনজমেন্ট সিস্টেম, সুয়েরেজ মেনেজমেন্ট সিস্টেম এবং ওয়াটার সাপ্লাই ট্রিটমেন্টে এন্ড মেনেজমেন্ট সিস্টেম নিয়ে আগত জাপান পার্লামেন্টের সদস্যদের অবহিত করা হয়। মাননীয় পার্লামেন্ট সদস্যগণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উন্নয়নের জন্য মাননীয় মেয়র মহোদয়ের সাথে আলোচনা করেন এবং মাননীয় মেয়র মহোদয়কে জাপান সফরের আমন্ত্রন জানান। আলোচনা শেষে মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন এবং বেলা ২.০০ ঘটিকায় নগর ভবন পরিদর্শন শেষে আড়াইহাজারে জাপানের জন্য বিশেষ ইকোনমিক জোনের উদ্দেশ্যে রওনা দেন। যাত্রাপথে প্রতিনিধি দল জাইকা সাহায্যপুষ্ট (এলজিইডি) সিজিপি প্রকল্পের আওতায় বাস্তবায়িত সিদ্ধিরগঞ্জ লেক পরিদর্শন করেন। পরিদর্শনকালে লেকের অবকাঠামোর উন্নয়নের ফলে আর্থ-সামাজিক ও পরিবেশের উন্নয়ন ঘটায় প্রতিনিধি দল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
তাঁদের সফরকালে বাংলাদেশের নিযুক্ত এম্বাসি অব জাপান এর সম্মানিত রাষ্ট্রদূত ইউমা কিমিনরি, প্রথম সেক্রেটারী আজুমায়া কেনজী এবং দ্বিতীয় সেক্রেটারী কুবায়াশী মামী এবং জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেনটেটিভ ইসিগুচি তোমাহিডি উপস্থিতি ছিলেন। তাছাড়া সিজিপি প্রকল্পের (এলজিইডি) পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী গোলাম মোস্তফা ও এনসিসি’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: আব্দুল আজিজ, নির্বাহী প্রকৌশলী মোঃ আজগর হোসেন, নির্বাহী প্রকৌশলী মোঃ ইসমাইল চৌধুরী এবং নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ পরিদর্শন টিমের সাথে উপস্থিতি ছিলেন।