Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd মে ২০২৩

UDCGP-এর অধীনে গভর্নেন্স উন্নতির জন্য প্রস্তাবিত প্রশিক্ষণ কোর্সের উপর পর্যালোচনা কর্মশালা


প্রকাশন তারিখ : 2023-05-03

 

অদ্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কনফারেন্স হলে UDCGP প্রকল্পের রিভিউ ওয়ার্কসপ সম্পন্ন হলো। উক্ত ওয়ার্কসপে সভাপতিত্ব করেন জনাব শহিদুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। ওয়ার্কসপ প্রোগ্রামটি সকাল ১০.৩০ ঘটিকায় শুরু হয় এবং দুপুর ১.৩০ ঘটিকায় শেষ হয়। উক্ত ওয়ার্কসপে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল আজিজ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব মোঃ আব্দুল বাসেত, এলজিইডি, নারায়ণগঞ্জ এবং UDCGP প্রকল্পের টিম লিডার Mr. Raymund G.go এবং ডেপুটি টিম লিডার (GOV) জনাব শাহজাহান আলী ও Mr. Singha Kimura, Gov. Specialist. ওয়ার্কসপে আরো উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের কাউন্সিলর জনাব মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, কাউন্সিলর, ১৩নং ওয়ার্ড,  জনাব মনিরুজ্জামান মনির, কাউন্সিলর, ১৪নং ওয়ার্ড, জনাব অসিত বরন বিশ্বাস, কাউন্সিলর, ১৫নং ওয়ার্ড, জনাব মোঃ রিয়াদ হাসান, কাউন্সিলর, ১৬নং ওয়ার্ড, জনাব মোঃ কামরুল হাসান মুন্না, কাউন্সিলর, ১৮নং ওয়ার্ড, ও জনাব শাওন অংকন, সংরক্ষিত কাউন্সিলর, ২২, ২৩ ও ২৪নং ওয়ার্ড। তাছাড়া উক্ত ওয়ার্কসপে এনসিসি এর পক্ষে অংশগ্রহণ করেন নির্বাহী প্রকৌশলীবৃন্দ, সহকারী প্রকৌশলীবৃন্দ, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা, মেডিকেল অফিসার, প্রধান সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা, নগর পরিকল্পনাবিদ, পরিচ্ছন্ন কর্মকর্তা, কর কর্মকর্তা ও সহকারী সচিব।